ঢাকা      শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
শিরোনাম

মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি

IMG
25 April 2024, 10:39 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সংঘর্ষের জেরে বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের সেনা সদস্যসহ মোট ২৮৮ জনকে দেশটিতে ফের পাঠাল বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি। বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে কক্সবাজারের নুনিয়ারছড়াস্থ বিআইডাব্লিউটিএ ঘাট থেকে তাদের কর্ণফুলী জাহাজে করে ফেরত পাঠানো হয়।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বাংলাদেশে আশ্রয় নেওয়া বিজিপি সদস্য, চারজন সেনা সদস্য, ইমিগ্রেশন সদস্যসহ মোট ২৮৮ জনকে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।

শরীফুল ইসলাম বলেন, ‘আজ (বৃহস্পতিবার) ভোরে বিজিপি সদস্যদের হস্তান্তর উপলক্ষে কক্সবাজারে বিআইডাব্লিউটিএ ঘাটের কাছে বিজিবির প্রতিনিধি দলের সঙ্গে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের প্রতিনিধি দলের বৈঠক হয়। পরে কোস্টগার্ডদের একটি জাহাজ মিয়ানমারের জাহাজ চিন ডুইনের উদ্দেশ্যে কক্সবাজারে বিআইডাব্লিউটিএ ঘাট ত্যাগ করে।’

চলতি বছরে এ পর্যন্ত মিয়ানমারের বিজিপি ও সামরিক বাহিনীর ৬০০ জনের বেশি সদস্যকে মানবিক বিবেচনায় বাংলাদেশে আশ্রয় দেয় বিজিবি। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দ্বিপাক্ষিক উদ্যোগে তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা নেওয়া হয়।

এদিকে, বৃহস্পতিবার ভোরে যে কর্ণফুলী জাহাজে করে মিয়ানমারের সেনাসহ ২৮৮ জনকে দেশটিতে ফেরত পাঠানো হয়েছে, মঙ্গলবার এই জাহাজে করেই মিয়ানমারের বিভিন্ন জেলে সাজা শেষে দেশে ফেরেন ১৭৩ বাংলাদেশি। বুধবার তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন