ঢাকা      শনিবার, ১৮ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

ফিলিস্তিন ইস্যুতে ভেটো ক্ষমতার অপপ্রয়োগ করছে যুক্তরাষ্ট্র: চীন

IMG
03 May 2024, 7:39 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং বলেছেন, ফিলিস্তিন-ইসরাইল ইস্যুতে যুক্তরাষ্ট্র তার ভেটো ক্ষমতার অপব্যবহার করছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে ভেটো ব্যবহারের বিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের পূর্ণাঙ্গ বৈঠকে ভাষণ দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্য পদ দেওয়ার জন্য সাধারণ পরিষদে ভোট দেওয়ার সুপারিশ করার খসড়া প্রস্তাবে গত ১৮ এপ্রিল ভেটো দেওয়ার মার্কিন সিদ্ধান্তে চীনের হতাশা প্রকাশ করেন ফু ছোং। ফু বলেন, "একটি স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনিদের জন্য দীর্ঘকালের লালিত স্বপ্ন এবং জাতিসংঘে আনুষ্ঠানিক সদস্য পদ এই ঐতিহাসিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো দিয়ে নির্দয়ভাবে ফিলিস্তিনি জনগণের কয়েক দশকের পুরনো স্বপ্নকে ভেঙ্গে দিয়েছে।"

ফু বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র তার নিজস্ব স্বার্থ এবং ভূ-রাজনৈতিক হিসেবের ভিত্তিতে বারবার ভেটোর অপব্যবহার করেছে। ফু পুনর্ব্যক্ত করেছেন, দ্বি-রাষ্ট্র সমাধানের বাস্তবায়ন হলো মধ্যপ্রাচ্য সমস্যা থেকে বেরিয়ে আসার মৌলিক উপায়। চীন দ্বি-রাষ্ট্র সমাধানের রাজনৈতিক সম্ভাবনাকে পুনরুজ্জীবিত করার জন্য বৃহত্তর আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টার আহ্বান জানায়।

তিনি আরও বলেন, চীন জাতিসংঘে পূর্ণ সদস্য পদ লাভের জন্য ফিলিস্তিনের আবেদনের বিষয়ে নিরাপত্তা পরিষদের দ্রুত পুনর্বিবেচনাকে সমর্থন করে এবং আশা করে যে, পৃথক দেশগুলো সেই লক্ষ্যে বাধা সৃষ্টি করবে না। জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছোং যোগ করেন, ফিলিস্তিনের সমস্যার একটি ব্যাপক, ন্যায্য ও দীর্ঘস্থায়ী সমাধান, ফিলিস্তিন ও ইসরাইলের মধ্যে শান্তিপূর্ণ সহাবস্থান এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি অর্জনের জন্য সব পক্ষের সঙ্গে কাজ চালিয়ে যাবে চীন।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন