ঢাকা      রবিবার, ১৯ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
শিরোনাম

জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়ে ২-০ তে এগিয়ে বাংলাদেশ

IMG
05 May 2024, 11:10 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: তিন দফা বৃষ্টি এসে বাংলাদেশের ছন্দটা নষ্ট করে দিয়েছে ঠিকই, তবে বৃষ্টির নিয়ন্ত্রণ তো আর কারও হাতে নেই। চট্টগ্রামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃষ্টির নাটকের মাঝে অনেকটাই এলোমেলো হয়ে পড়েছিল বাংলাদেশের ব্যাটিং। লিটন-শান্তরা আউট হয়ে স্বাগতিকদের চাপে ফেলে দিয়েছিলেন। সেখান থেকে মাহমুদউল্লাহ রিয়াদ ও তাওহীদ হৃদয়ের ব্যাটে শেষ পর্যন্ত জিম্বাবুয়েকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। তার আগে বেশ ঘাম ছুটেছে শান্তর দলের।

শেষ পর্যন্ত ৯ বল হাতে রেখেই বাংলাদেশ জিতেছে বটে। তবে লক্ষ্য যখন মাত্র ১৩৯, সেটির পথে ছুটতে গিয়ে তৃতীয় দফায় বৃষ্টির সময়ে ১০ ওভার শেষেও যখন বৃষ্টি আইনে পিছিয়ে পড়ে বাংলাদেশ, জয়টাকে সহজ বলার উপায় আর থাকে না। শেষ পর্যন্ত জিততে হৃদয়-রিয়াদের ইনিংস দু'টি জিতিয়েছে বাংলাদেশকে।

জিম্বাবুয়ে প্রথম ১০ ওভারে ‘টেস্ট’ খেলে ৩৮ রান করার পর শেষ ১০ ওভারে ১০০ রান তুলেছে বেনেট-ক্যাম্পবেলদের সৌজন্যে। জবাবে বাংলাদেশের ব্যাটিং অতটা টেস্ট-সুলভ না হলেও টি-টোয়েন্টিসুলভ মোটেও হয়নি। ১০ ওভারের মধ্যে তিনবার বৃষ্টি এসেছে আর গেছে। এর মধ্যে বারেবারে ছন্দ হারানো বাংলাদেশ তানজিদ হাসান তামিম, লিটন দাস আর নাজমুল হোসেন শান্তর উইকেট হারিয়ে তুলতে পেরেছে ৬২ রান।

ষষ্ঠ ওভারে প্রথম দফা বৃষ্টি নামার আগে অবশ্য ওয়ানডে গতিতেই এগোচ্ছিল বাংলাদেশের ইনিংস। রানে ফেরার লড়াইয়ে কোনোভাবেই স্বস্তিতে না থাকা লিটন আজ শুরুটা করেছিলেন ইনিংসের পঞ্চম বলে চারের পর দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে ছক্কা মেরে। তৃতীয় ওভারেই আরেক চার মারায় ৯ বলেই তাঁর রান হয়ে যায় ১৭।

আগের ম্যাচে ফিফটি করা তানজিদও দেখেশুনে শুরু করলেও চতুর্থ ওভারে এন্দলভুকে স্বাগত জানিয়েছেন বিশাল ছক্কায়। এরপর ষষ্ঠ ওভারের প্রথম বলের পর বৃষ্টি এলো। মিনিট দুয়েকই খেলা থেমে ছিল, তবে অতটুকুতেই বাংলাদেশের ব্যাটসম্যানদের মনোসংযোগ যেন নষ্ট হয়ে গেল। ওভারের চতুর্থ বলে চার মারার পরের বলেই উড়িয়ে মারতে গিয়ে আউট তানজিদ, ফিরলেন ১৯ বলে ১৮ রান করে।

এদিকে দারুণ শুরুর পর হঠাৎ ঘাড় ব্যথার কারণেই কি না, চালিয়ে যেতে পারেননি লিটন। বৃষ্টিও হয়তো তাঁর কাজটা আরও কঠিন করে দিয়েছে। অষ্টম ওভারে আবার বৃষ্টি এসে মিনিট পাঁচেকের জন্য ম্যাচে বাধা দিলো। লিটন আর শান্ত ততক্ষণে ছন্দ খুঁজে বেড়াচ্ছেন।

তৃতীয়বারে বৃষ্টি পড়ার আগেই লিটন আর শান্তর উইকেট পড়ে গেলো। দশম ওভারের দ্বিতীয় বলে অফ সাইডে খেলতে গিয়ে শান্তর টাইমিং এতোই দেরিতে হলো যে, বল উড়ে গেলো লং অনে! ১৫ বলে ১৬ রান করে ফিরলেন বাংলাদেশ অধিনায়ক।

ওভারের শেষ বলে আউট লিটনও। আগের ওভারেই একবার সহজ ক্যাচ দিয়েও বেঁচে যাওয়া লিটন দশম ওভারে জঙ্গুয়ের লেগ কাটার বুঝতে পারেননি, অফ সাইডে খেলতে গিয়ে ক্যাচ দিলেন পয়েন্টে। দারুণ শুরুর পরও ঘাড় ব্যথা আর বৃষ্টিতে লিটন কতোটা ছন্দ হারিয়েছেন, তার প্রমাণ হয়ে এলো আউট হওয়ার সময়ে তাঁর রান – ২৫ বলে ২৩!

দশম ওভার শেষ হতেই আবার বৃষ্টি নামে। এবারে একটু ঝাঁপিয়েই পড়ে বৃষ্টি। বাংলাদেশের সমর্থকদের তখন শঙ্কা বেড়ে গেলো, পাঁচ বলের মধ্যে শান্ত আর লিটনের বিদায়ে যে বৃষ্টি আইনে তখন ৩ রানে পিছিয়ে বাংলাদেশ!

তবে শঙ্কা আর মেঘ পাশে সরিয়ে বৃষ্টি শেষে আবার খেলা শুরু হলো। এবার জাকের আলী আর তাওহীদ হৃদয় পথে ফেরালেন বাংলাদেশকে। দু'জনের ব্যাটে শুরু থেকেই মেরে খেলার তাড়া ছিল, একাদশ ওভারে রাজাকে না পারলেও পরের ওভারে জঙ্গুয়ের বলে ঠিকই মারতে পেরেছেন। ওভারের চতুর্থ বলে চার হৃদয়ের, শেষ বলে জাকের মারলেন ছক্কা।

পরের ওভারে হৃদয় আবার চার মারলেও ১৪তম ওভারে ছন্দপতন। এনগারাভাকে উড়িয়ে মারতে গিয়ে জাকের বোল্ডই হয়ে গেলেন! ফিরলেন ১২ বলে ১৩ রান করে। তবে ‘ফিনিশার’ মাহমুদউল্লাহ রিয়াদ এসে হৃদয়ের সঙ্গে যোগ দিয়ে আর কোনো বিপদ হতে দেননি। ১৫ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১০৩। জঙ্গুয়ের করা ১৭তম ওভারে হৃদয়ের ছক্কার পর রিয়াদের চারে ইনিংসে প্রথমবার বল-রানের সমীকরণে এগিয়ে যায় বাংলাদেশ।

এনগারাভার পরের ওভারে দু'জন একটি করে ছক্কা মেরে জয় নিয়ে এলেন হাতের মুঠোয়। ১৯তম ওভারের চতুর্থ ওভারে মুজারাবানিকে চার মেরে হিসেব-নিকেশ শেষ করে দিলেন মাহমুদউল্লাহ।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন