ঢাকা      শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
শিরোনাম

ঘূর্নিঝড় রেমাল: সতর্ক থাকতে কুয়াকাটায় কোষ্টগার্ডের মাইকিং

IMG
25 May 2024, 4:08 PM

কুয়াকাটা, বাংলাদেশ গ্লোবাল: বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ক্রমান্বয়ে ঘূর্নিঝড় রেমালে রুপান্তরিত হতে পারে। তাই পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলের জনগণ, মৎস্যজীবী ও নৌযান সমূহকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য জনসচেতনতা মূলক কার্যক্রম শুরু করেছে নিজামপুর কোষ্টগার্ড।

আজ শনিবার সকাল নয়টায় মৎস্য বন্দর আলীপুরে মাইকিং ও লিফলেট বিতরন করে কোষ্টগার্ডের সদস্যরা।

এসময় তারা খাপড়াভাঙ্গা নদীতে অবস্থানরত ট্রলার সমূহে থাকা জেলেদের ঘূর্নিঝড়ের সময় করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দেন।

নিজামপুর কোষ্টগার্ডেও কন্টিজেন্ট কমান্ডার আবু রাশেদ সুমন জানান, আমরা সকাল থেকেই জনসচেনতামূলক কার্যক্রম শুরু করেছি। এছাড়া সকাল থেকেই সাগরে আমাদের টিম কাজ শুরু করেছে। তবে মাছধরার উপর নিষেধাজ্ঞা চলমান থাকায় তীরে রয়েছে অধিকাংশ মাছধরা ট্রলার।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন