ঢাকা      শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১
শিরোনাম

টোকিওতে চীন ও জাপানের অর্থনীতিবিদদের সংলাপ

IMG
26 May 2024, 6:07 AM

বিজনেস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: চীন ও জাপানের অর্থনীতিবিদদের সংলাপ শুক্রবার টোকিওতে অনুষ্ঠিত হয়েছে। জাপান ইন্টারন্যাশনাল ফোরাম এবং চীনের সমাজ বিজ্ঞান একাডেমির জাপান রিসার্চ ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে সংলাপটি অনুষ্ঠিত হয়।

জাপানের সাবেক অর্থমন্ত্রী সুজুকি শিনসু তার বক্তৃতায় উল্লেখ করেছেন যে, সাম্প্রতিক বছরগুলোতে ভূ-রাজনৈতিক সংকট তীব্র হয়েছে এবং বিশ্বায়ন পরিস্থিতি ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। এই নতুন পরিস্থিতিতে অবাধ বাণিজ্যের প্রচার জাপান ও চীনের মৌলিক স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ।

এশিয়ান ইকোনমিক রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক কিমুরা ফুকুগেই আলোচনার সময় বলেন যে, যুক্তরাষ্ট্রের বাধার কারণে বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যকারিতা দুর্বল হয়ে পড়েছে, বিশেষ করে বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা পঙ্গু হয়ে গেছে। বিশ্ব বাণিজ্যে শৃঙ্খলা বজায় রাখার জন্য বিশ্ব বাণিজ্য সংস্থার কার্যাবলী পুনরুদ্ধার করা খুবই গুরুত্বপূর্ণ বলেও অভিমত ব্যক্ত করেন তিনি।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন