ঢাকা      শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১
শিরোনাম

ছাত্র জনতাকে স্যালুট জানিয়ে যে বার্তা দিলেন ফারুকী

IMG
05 August 2024, 5:38 PM

ঢাকা বাংলাদেশ গ্লোবাল: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়েছেন। এই খবর ছড়িয়ে পড়তেই রাস্তায় নেমেছেন লাখো মানুষ। তারা পতাকা উড়িয়ে, বিভিন্ন স্লোগান দিয়ে উল্লাস করছেন। দেশের ছাত্র জনতার সঙ্গে উল্লাস করছেন বিনোদন অঙ্গনের মানুষরাও। পরিচালক মোস্তফা সর‍য়ার ফারুকী সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে আনন্দের বার্তা দিয়েছেন।

শুরু থেকেই কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে ছাত্র জনতার গণজাগরণের সঙ্গে একাত্ম ছিলেন ফারুকী। আজ সোমবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘স্যালুট টু বাংলাদেশী ইয়ুথ অ্যান্ড পিপল ফ্রম অল ওয়াকস। টুগেদার উই স্ট্যান্ড টল।’

এর সঙ্গে সংযমের বার্তাও দিয়েছেন ফারুকী, ‘বিজয়ের আনন্দ অবশ্যই করবো! কিন্তু এখন সময় সংযমেরও, চোখ কান খোলা রাখারও। আমরা ২০ বছর প্রতিহিংসার রাজনীতি দেখেছি। প্রতিহিংসার উত্তর দিবো আমরা কাইন্ডনেস এবং এমপ্যাথি দিয়ে।’

এছাড়া গণতান্ত্রিক সমাজ নির্মাণের পথে এগোনোর কথা যোগ করে দেশের অন্যতম প্রতিভাবান এই চলচ্চিত্র নির্মাতা বলেন, ‘পাশাপাশি আমরা চোখ খোলা রাখবো আগামী দুই তিন দিন। নিশ্চয়ই আমরা একটা মানবিক গণতান্ত্রিক সমাজ নির্মাণের দিকে আগাইয়া যাবো।’

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন