ঢাকা      সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১
শিরোনাম

স্পেনকে উড়িয়ে যুক্তরাষ্ট্রের সামনে ব্রাজিল

IMG
07 August 2024, 11:37 AM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল:অলিম্পিকের সেমিফাইনালে গত রাতে স্পেনের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ফেভারিট স্প্যানিশদের ব্রাজিল উড়িয়ে দিয়েছে ৪-২ গোলে। তাতে প্রথম অলিম্পিক সোনা জেতার সুযোগ পেয়ে গেছেন মার্তারা, চলে গেছেন ফাইনালে।

স্পেন বিশ্বচ্যাম্পিয়ন। তার ওপর ব্রাজিল দলে ছিলেন না মার্তা, ছিলেন এক ম্যাচের নিষেধাজ্ঞায়। তার ওপর পূর্ণশক্তির ব্রাজিলকে অলিম্পিকের গ্রুপ পর্বেই হারিয়েছিল স্পেন। সব মিলিয়ে ম্যাচের ফেভারিট ছিল স্প্যানিশরাই।

তবে ম্যাচে দেখা গেল অন্য দৃশ্য। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় ব্রাজিল। প্রথম গোলটা ছিল আত্মঘাতী। যোগ করা সময়ে ব্যবধান বাড়ান গাবি পোর্তিলিও। ৭১ মিনিটে আদ্রিয়ানার গোলে জয়টা অনেকটাই নিশ্চিত হয়ে যায় ব্রাজিলের।


৮৫ মিনিটে আত্মঘাতী গোল একটা আশা দেখিয়েছিল স্পেনকে। তবে কেরোলিনের গোলে সে সম্ভাবনা উড়িয়ে দেয় ব্রাজিল। শেষ মুহূর্তে সালমা পারাউয়েলোর গোলে ব্যবধান কমায় স্পেন। তাতে ব্রাজিল ম্যাচটা জেতে ৪-২ গোলে। চলে যায় ফাইনালে।

সেখানে ব্রাজিলের জন্য অপেক্ষা করছে নারী ফুটবলের পরাশক্তি যুক্তরাষ্ট্র। দিনের অন্য সেমিফাইনালে দলটা ১-০ গোলে হারিয়েছে জার্মানিকে। আগামী শনিবার ফাইনালে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হবে ব্রাজিল।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন