ঢাকা      রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
শিরোনাম

শিল্পখাতে গ্যাসের ব্যবহার সর্বাধিক গুরুত্ব পাবে: শিল্প উপদেষ্টা

IMG
10 August 2024, 2:54 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: অর্থনীতির চাকা পুরোপুরি সচল রাখতে শিল্পখাতে গ্যাসের সংকট নিরসন সর্বাধিক গুরুত্ব পাবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। আজ শনিবার শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন।

এসময় সাভারে চামড়া শিল্প নগরীর সমস্যা সমাধান করে চামড়া শিল্পকে এগিয়ে নেওয়া ও জাহাজ ভাঙা শিল্পে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।

এর আগে মতিঝিলে বেলা ১১টার কিছু পরে শিল্প মন্ত্রণালয়ে আসেন তিনি ।

ব্রিফিংকালে তিনি আরও বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন লোকসানি প্রতিষ্ঠানগুলোর লোকসান কমাতে কাজ করা হবে। সেসব প্রতিষ্ঠানের সমস্যা নিরূপণ করে এসব প্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি বলেন, শিল্প মন্ত্রণালয়ে কোনো দুর্নীতি থাকবে না। দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়া ছাড়া উপায় নেই। কারণ অনেক রক্তের মধ্য দিয়ে আমরা দায়িত্ব নিয়েছি। নতুন করে দুর্নীতি হবে, এমনটা প্রশ্নই আসে না।

শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও মন্ত্রণালযয়ের অধীন বিভিন্ন সংস্থার দপ্তর প্রধানদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন তিনি।

এরপর তিনি আরও বলেন, সার উৎপাদনে যে সমস্যা রয়েছে তা দূর করার মাধ্যমে আমদানি-নির্ভরতা কমানো হবে। এতে বিপুল বৈদেশিক মুদ্রা খরচ কমবে।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন