ঢাকা      শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
শিরোনাম

ব্যাংকের সংস্কার করা হবে, আগে আইনশৃঙ্খলা: অর্থ উপদেষ্টা

IMG
10 August 2024, 4:17 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম চালুর পর ব্যাংকের সংস্কার করা হবে বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

তিনি বলেন, আইনশৃঙ্খলা ঠিক করাই এখন প্রধান কাজ। আজ শনিবার দুপুরে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, এটি খুব কঠিন সময়। ক্রান্তিলগ্নে আমাদের ওপর একটি দায়িত্ব অর্পণ করা হয়েছে। ছাত্র-জনতা সবার পক্ষ থেকে সেটি দেয়া হয়েছে। আমাদের এখন প্রধান কাজ আইনশৃঙ্খলা ঠিক করা। এটা যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু সমস্যা তৈরি হবে। আইনশৃঙ্খলা শুধু রাস্তাঘাটের নয়, ব্যাংকগুলো চালু করাসহ আরও যেগুলো সমস্যা আছে সেগুলো আমরা যত দ্রুত সম্ভব চেষ্টা করছি ঠিক করার। চ্যালেঞ্জ যেগুলো আছে তারমধ্যে অর্থনৈতিক চ্যালেঞ্জ তো আছেই। সামষ্টিক ক্ষেত্রে, মূল্যস্ফীতির ক্ষেত্রে যে সমস্যা আছে আমরা সেসব ঠিক করার চেষ্টা করব।

তিনি আরও বলেন, ব্যাংকের সংস্কার করা হবে, তবে আগে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম চালু হোক। এর আগে আমাদের অর্থনীতিতে কিছু ভুল নীতি ছিল, মানুষ উন্নয়নের সুফল পাননি। এখন আমরা সার্বিক বিষয়গুলো দেখবো।

এর আগে গত শুক্রবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের দায়িত্ব বণ্টন করেন। এরমধ্যে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয় ড. সালেহ উদ্দিন আহমেদকে।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন