ঢাকা      রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১
শিরোনাম

অন্তর্বর্তীকালীন সরকার গঠনে সাংবিধানিক ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল

IMG
10 August 2024, 4:38 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: অন্তর্বর্তীকালীন সরকার গঠনে ডক্ট্রিন অব ন্যাচেসিটি তত্ত্বের উত্তম প্রয়োগ করা হয়েছে। এখানে সাংবিধানিক কোনও ব্যত্যয় ঘটেনি। এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান।

আজ শনিবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, প্রধান বিচারপতির পদত্যাগপত্র আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পরবর্তী প্রধান বিচারপতি কে হবেন তা রাষ্ট্রপতি ঠিক করবেন।

এদিকে, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হয়েছেন আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম। এর আগে শনিবার দুুপুরে পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। পদত্যাগের আগে এ বিষয়ে তিনি আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের সাথে কথা বলেছেন।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সাত বিচারপতির পদত্যাগের আল্টিমেটাম দেয়া হয়। এরপরই প্রধান বিচারপতি এমন সিদ্ধান্ত নেন। এছাড়া, আপিল বিভাগের পাঁচ বিচারপতিও পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।




বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন