ঢাকা      শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
শিরোনাম

রাজশাহীতে প্রাইভেট কার থেকে ২ বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার

IMG
11 August 2024, 11:03 AM

রাজশাহী, বাংলাদেশ গ্লোবাল: রাজশাহীতে প্রাইভেট কার থেকে দুই বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) রাত ৯টার দিকে নগরীর শহীদ কামারুজ্জামান চত্ত্বরে (গোরহাঙ্গা) এলাকায় গাড়িটি থামিয়ে তল্লাশির সময় অস্ত্রগুলো উদ্ধার করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এসময় গাড়ী চালককে আটক করা হয়। আটক ব্যক্তির নাম হোসেন। তিনি নগরীর চন্ডীপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে নগরীর শহীদ কামারুজ্জামান চত্ত্বরে (গোরহাঙ্গা রেলগেট) এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের সময় বিভিন্ন গাড়ি তল্লাশি করছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এসময় একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ১৭-১১১৪) থামিয়ে তল্লাশি করা হলে গাড়ির পেছনে দুই বস্তা দেশীয় অস্ত্র পাওয়া যায়। পরে শিক্ষার্থীরা গাড়ি ও অস্ত্রসহ তাকে বিজিবি’র কাছে সৌপর্দ করেন। এরপর সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আটক হোসেন ও উদ্ধারকৃত দেশীয় অস্ত্র নিজেদের জিম্মায় নিয়ে যান।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন