ঢাকা      শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
শিরোনাম

গোপালগঞ্জে সেনা টহল দলের ওপর হামলা, অতিরিক্ত সেনা মোতায়েন

IMG
11 August 2024, 11:22 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: গোপালগঞ্জে সেনা টহল দলের ওপর হামলার ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীরা ধারালো অস্ত্র দিয়ে সেনা টহল দলের ওপর হামলা করেছে। এতে কর্মকর্তাসহ ৯ সেনাসদস্য আহত হয়েছেন।

এই পরিস্থিতে ওই এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।

আজ শনিবার জেলার সদর উপজেলার গোপীনাথপুরে এ ঘটনা ঘটে। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

তবে আহত সেনা সদস্যগণ চিকিৎসাধীন এবং আশঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিক্ষোভকারীরা গোপালগঞ্জ-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখলে প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য দায়িত্ব পালনরত সেনাবাহিনীর ২টি টহল দল ঘটনাস্থলে গমন করে। এসময় উত্তেজিত বিক্ষোভকারীরা সেনা টহল দলের উপর ইট-পাটকেল ছুঁড়ে মারে এবং দেশীয় তৈরি অস্ত্র দিয়ে টহল দলের সদস্যদের আঘাত করলে ৩ জন অফিসার, ১ জন জুনিয়র কমিশন অফিসার ও ৫ জন সেনাসদস্য আহত হয়।

আইএসপিআর জানায়, বিক্ষোভকারীরা সেনাবাহিনীর একটি গাড়ি পুড়িয়ে দেয় এবং দুটি গাড়ি ভাংচুর করে। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনা টহল দল চার রাউন্ড অ্যামোনিশন ফায়ার করে। পরিস্থিতির তীব্রতা পরিলক্ষিত হওয়ায় ইতোমধ্যে ঘটনাস্থলে অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

Array ( [0] => HY000 [1] => 1021 [2] => Disk full (/tmp/#sql_3dc_86.MAI); waiting for someone to free some space... (errno: 28 "No space left on device") ) 1