ঢাকা      শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
শিরোনাম

বদলে যাচ্ছে শেখ হাসিনা যুব উন্নয়ন ইনস্টিটিউটের নাম

IMG
11 August 2024, 2:36 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তনের কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ রোববার ১১ আগস্ট সচিবালয়ে প্রথম দিন অফিসে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় ক্রীড়া উপদেষ্টা এ কথা জানান।

এ ইনস্টিটিউটের পরিবর্তিত নাম করা হবে ‘বাংলাদেশ জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট’।

গণমাধ্যমে আসিফ মাহমুদ জানান, ‘প্রথম দিনে আমরা তিনটি বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। যার প্রথমটি হলো—যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আছে, এটার নাম পরিবর্তন করতে চাই। যেহেতু বাংলাদেশে সহিংসতার সঙ্গে শেখ হাসিনার নাম জড়িত আছে। অনেক শিক্ষার্থী ও জনতা মারা গিয়েছে। আমরা মনে করি, তিনি এর পেছনে জড়িত। সেই জায়গা থেকে শুধু আমাদের নয় প্রতিটি মন্ত্রণালয়ে এটা করা হবে। তাই শেখ হাসিনা জাতীয় যুব ইনস্টিটিউটের নাম পরিবর্তন করে আমরা এটি—বাংলাদেশ জাতীয় যুব ইনস্টিটিউট করছি। দ্রুতই এটা সম্পন্ন করা হবে।’

ক্রীড়া উপদেষ্টা আসিফ বলেন, আমরা জাতীয়ভাবে একটি কঠিন সময় পার করছি। আইনশৃঙ্খলা রক্ষা আমাদের কাছে এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপটা বাংলাদেশ ভেন্যু হওয়ার ক্ষেত্রে হুমকির মুখে আছে। এ বিষয়ে আমরা বিসিবির সঙ্গে আলোচনা করেছি।

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার আগে বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী ছিলেন নাজমুল হাসান পাপন। কাগজে-কলমে তিনি এখনও বিসিবির সভাপতি। এই পদেও পরিবর্তন আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন আসিফ। তিনি বলেন, আইসিসির আইনের মধ্যে থেকে বিসিবির সভাপতি পদে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য কাউকে নিযুক্ত করা যায় কি না সে বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।

আসিফ মাহমুদ বলেন, বাফুফের পরিবর্তনের ক্ষেত্রেও অটোনোমাস বডির লিগ্যাল ফ্রেমওয়ার্কের মধ্যে থেকে করবো। আমরা পুরো দেশকে ও সিস্টেমকে ঢেলে সাজাতে চাই। এমন একটি সিস্টেম চালু রেখে যেতে চাই, যাতে করে পরবর্তীতে সেটাই সবাই ফলো করতে পারে এবং কেউ যাতে বৈষম্যের শিকার না হয়।

তিনি আরও বলেন, দূর্নীতি যেন না হয়। দায়িত্ব পালনে কাজ করবো সময়ের কিছু নাই। যতদিন প্রয়োজন ততদিন থাকবো। ক্ষমতা ধরে রাখার ব্যাপারে আমাদের কোন উদ্দেশ্য নেই।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

Array ( [0] => HY000 [1] => 1021 [2] => Disk full (/tmp/#sql_3dc_86.MAI); waiting for someone to free some space... (errno: 28 "No space left on device") ) 1