নুর আলম, বাংলাদেশ গ্লোবাল: গত এক সপ্তাহ বিরতির পর আবারো কাজে ফেরায় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেলা বিএনপি। আজ সোমবার দুপুরে জেলা শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণে পুলিশ সদস্যদের শুভেচ্ছা জানান জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জহুরুল আলম।
এ সময় ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন পুলিশ সুপার মোকবুল হোসেনসহ অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, নীলফামারী থানার দায়িত্বে থাকা অফিসার ইনচার্জ আবু সাঈদ ও জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইজার উদ্দিন এবং ট্রাফিক বিভাগের প্রধান জ্যোর্তিময় রায়।
সদর উপজেলা বিএনপির সভাপতি রাহেদুল ইসলাম দোলন, পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজাম, জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম ও সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, জেলা মৎস্যজীবী দলের সভাপতি গোলাম মোস্তফা রঞ্জু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জহুরুল আলম জানান, পুলিশ জনতাই মিলেই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব। কয়েক দিনের বিরতির পর আজ থেকে আবারো কাজ শুরু করেছে পুলিশ সদস্যরা। এজন্য উৎসাহ দিতে জেলা বিএনপির পক্ষ্য থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এদিকে দুপুরে সড়কে ট্রাফিকের দায়িত্ব পালন করা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, বিএনসিসি, স্কাউটসসহ আনসার সদস্যদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয় জেলা বিএনপির উদ্যোগে।
এ সময় জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জহুরুল আলম, সহ-সভাপতি মীর সেলিম ফারুক ও জেলা কৃষকদলের আহবায়ক মগনি মাসুদুল আলম দুলাল উপস্থিত ছিলেন।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com