ঢাকা      সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১
শিরোনাম

অনিয়ম রোধে নীলফামারী জেলা প্রশাসককে স্মারকলিপি

IMG
12 August 2024, 4:29 PM

নুর আলম, বাংলাদেশ গ্লোবাল: নীলফামারীতে স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের কাছে স্মারক লিপি প্রদান করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শ্রেষ্ঠ সরকার, আলিফ সিদ্দিকী প্রান্ত, সাইদুজ্জামান বাবু, সুদীপ দাস, নুসরাত জাহান নদী, ফাহমিদ হোসেন উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বিভিন্ন পৌরসভা, ইউনিয়ন পরিষদের তত্বাবধানে বাস্তবায়িত জন্মনিবন্ধন, সামাজিক নিরাপত্তা বেষ্টনি, ভিজিএফসহ টিসিবি এবং ওএমএস’র ডিলারের মাধ্যমে উপকারভোগীদের মাঝে সুবিধা প্রদান করা হয়।

কিন্তু জন্মনিবন্ধন গ্রহণে অতিরিক্ত অর্থ আদায়, ভিজিএফ চাল বিতরণে দলীয় করণ, ৪০দিনের কর্মসুচিতে অনেকেই কাজ না করা এবং টিসিবি ডিলারের মাধ্যমে প্রদানকৃত পণ্য সামগ্রী প্রদানে ডিলারের গাফিলতি রয়েছে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শ্রেষ্ঠ সরকার জানান, ইউনিয়ন পরিষদে জন্মনিবন্ধন নিতে গিয়ে অতিরিক্ত অর্থ আদায় করেন উদ্যোক্তা গণ, ভিজিএফ চাল প্রদানে কার্ড কুক্ষিগত করে রাখেন জনপ্রতিনিধিগণ, ৪০দিনের কর্মসুচিতে অনেকে কাজ না করে অর্থ আদায় করছেন এছাড়াও টিসিবি এবং ওএমএস’র চাল বিতরণেও অভিযোগ রয়েছে।

আমরা এসব দেখতে চাই না। অনিয়ম ও দুর্নীতি মুক্ত ভাবে এসব সেবা নিশ্চিত হোক এজন্য আমরা জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনীকে স্মারকলিপি দিয়েছি। যাতে সাধারণ মানুষ প্রকৃত সেবাটা পায়।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন