ঢাকা      শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
শিরোনাম

তারেক রহমানের নামে মানহানির মামলা খারিজ

IMG
12 August 2024, 7:32 PM

পটুয়াখালী, বাংলাদেশ গ্লোবাল: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মানহানির একটি মামলা খারিজ করেছেন আদালত। আজ সোমবার শুনানি শেষে খারিজ করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক আশিষ রায়।

আদালতের বেঞ্চ সহকারী মো. কাইয়ুম আকন্দ মামলা খারিজ হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ১৫ ডিসেম্বর ইস্ট লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণ দেন তারেক রহমান। ভাষণে ইতিহাস বিকৃত করে সাবেক রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার-পাকবন্ধু হিসেবে অভিহিত করেন এবং বঙ্গবন্ধু ১৯৭২ সালের ১০ জানুয়ারি পাকিস্তানি পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসেন বলে তারেক রহমান মন্তব্য করেন। মামলায় আরও উল্লেখ করা হয়েছে, তারেক রহমান শেখ মুজিবুর রহমান ও তার পরিবারবর্গকে রাজাকার-পাকবন্ধু বলে কটূক্তি করিয়া দেশ, জাতি তথা বাংলাদেশের সুনাম ও সুখ্যাতি বহির্বিশ্বে ক্ষুণ্ণ করিয়া ২০ কোটি টাকার সম্মানহানির ঘটনা ঘটাইয়া অন্যায় করিয়াছে। এ মামলার বাদী মুক্তিযোদ্ধা হাবিবুল্লা রানা তারেক রহমানের এমন মন্তব্যে মানসিকভাবে আহত হয়েছেন বলে দাবি করেছেন। যার কারণে হাবিবুল্লাহ রানা বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

তারেক রহমানের পক্ষে আইনজীবী ছিলেন খন্দকার নাসির উদ্দিন ও মেহেদী হাসান। তারা বলেন, মামলার বাদী দীর্ঘদিন ধরে অনুপস্থিত রয়েছেন, যার কারণে ফৌজদারি কার্যবিধির ২৪৭ ধারায় বাদীর অনুপস্থিতিতে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল আদালত মামলাটি খারিজ করে দেন।

বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন