ঢাকা      শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১
শিরোনাম

জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় ইরানকে সমর্থন করে চীন: ওয়াং ই

IMG
13 August 2024, 10:21 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যার জন্য ইসরাইলকে কঠোর শাস্তি দেয়ার বিষয়ে তেহরানের প্রতিশ্রুতির মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, "সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জাতীয় মর্যাদা" রক্ষায় ইরানকে সমর্থন করে চীন। ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানির সাথে এক ফোনালাপে ওয়াং ই এ কথা বলেন। তিনি তেহরানে হামাস প্রধানের হত্যার বিরুদ্ধে বেইজিংয়ের পক্ষ থেকে আবারো নিন্দা জানান। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য তুলে ধরেছে।

ওয়াং ই বলেন, তেহরানে হানিয়াকে হত্যা করার মধ্য দিয়ে ইসরাইল ইরানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করেছে। চীনা পররাষ্ট্রমন্ত্রী বলেন, হানিয়ার হত্যাকাণ্ড গাজা যুদ্ধবিরতির আলোচনা প্রক্রিয়াকে সরাসরি ক্ষতিগ্রস্ত করেছে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে।

গত ৩১ জুলাই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে অবস্থান করার সময় হানিয়াকে হত্যা করে ইসরাইল। এর বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে ইরান।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন