ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা মুখপাত্র জন কারবি বলেছেন, “এই সপ্তাহেই” ইরান থেকে “উল্লেখযোগ্য পরিমাণের আক্রমণের” জন্য ইসরাইল এবং তার মিত্রদের প্রস্তুত থাকতে হবে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন রোববার গাইডেড মিসাইল বহনকারী সাবমেরিন ইউএসএস জর্জিয়া মধ্যপ্রাচ্যে পাঠিয়েছেন। তিনি বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে সে অঞ্চলে আরও দ্রুত পৌঁছানোর আদেশ দেন।
পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডারকে যখন জিজ্ঞেস করা হয়, সাবমেরিন পাঠানোর ঘোষণা কি ইরানের জন্য একটি বার্তা ছিল, জবাবে তিনি বলেন, “অবশ্যই।” “আমরা একটি বার্তা পাঠাতে চেষ্টা করছি যেটা হচ্ছে, আমরা পরিস্থিতি শান্ত করতে চাই, আমরা ঐ অঞ্চলে নিজেদের নিরাপত্তার জন্য এবং ইসরাইলের প্রতিরক্ষা সমর্থন করার জন্য সক্ষমতা বাড়াচ্ছি,” রাইডার সোমবার পেন্টাগনে রিপোর্টারদের বলেন।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি এবং ইতালির নেতাদের সাথে আলোচনা করেন। এক যৌথ বিবৃতিতে তারা গাজায় যুদ্ধ বিরতি এবং জিম্মি মুক্তির প্রচেষ্টার প্রতি “পূর্ণ সমর্থন” জানান। তারা বলেন, এই সপ্তাহের পরের দিকে আলোচনা শুরু করার জন্য বাইডেন এবং মিসর ও কাতারের নেতাদের ডাক তাদের ঘোষণায় অন্তর্ভুক্ত ছিল।
নেতারা ইরান এবং ইরান সমর্থিত গোষ্ঠীর আক্রমণের বিরুদ্ধে ইসরাইলের প্রতিরক্ষার প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন। তারা ইরানকে “প্রস্তুতি থামানোর” আহ্বান জানান, এবং “আঞ্চলিক নিরাপত্তার জন্য” কোন আক্রমণের “মারাত্মক পরিণতি” নিয়ে আলোচনা করেন। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন, ইরানি সৈন্য এবং সমর সরঞ্জাম আক্রমণ করার জন্য নির্ধারিত জায়গায় মোতায়েন করা হচ্ছে। তারা নাম না প্রকাশ করার শর্তে এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা গত এপ্রিল মাসে ইসরাইলের উপর সরাসরি ইরানি আক্রমণের আগে সৈন্যদের একই ধরনের আনাগোনা পর্যবেক্ষণ করেছিলেন, যখন ইরান ৩০০’র বেশি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করে। তবে মাত্র কয়েকটি ইরানি অস্ত্র তাদের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com