ঢাকা      বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ২৭ ভাদ্র ১৪৩১
শিরোনাম

পূর্ণমাত্রায় চালু হলো জাতীয় জরুরি সেবা ৯৯৯

IMG
13 August 2024, 1:14 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: নাগরিকদের সেবায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ পূর্ণমাত্রায় চালু হয়েছে। আজ মঙ্গলবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এ তথ্য জানানো হয়েছে।

৫ আগস্ট ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওইদিন শেখ হাসিনা পদত্যাগ করে গোপনে দেশ ছাড়েন। এরপর রাজধানীর অনেক থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। হত্যার শিকার হন অনেক পুলিশ সদস্য। পুড়িয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি। অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জাম ও নথি লুট করা হয়। এরপর পুলিশি ব্যবস্থা প্রায় ভেঙে পড়ে।

এ পরিস্থিতিতে পুলিশের অন্যান্য সেবার পাশাপাশি জরুরি সেবার নম্বর ৯৯৯ থেকে সেবা পাওয়াও বন্ধ হয়ে গিয়েছিল।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন