ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সুপ্রিম কোর্টের তিন আইনজীবীকে অতিরিক্ত এবং ৯ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। আজ মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে।
তিন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হলেন, অ্যাডভোকেট মুহাম্মদ আবদুল জব্বার ভুঞা, অ্যাডভোকেট মোহাম্মদ আরশাদুর রউফ ও ব্যারিস্টার মোহাম্মদ অনীক রুশদ হক।
৯ ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন, আইনুন নাহার সিদ্দিকা, সুলতানা আক্তার রুবী, ফয়েজ আহম্মেদ, মো. জহিরুল ইসলাম সুমন, রেদওয়ান আহম্মেদ রনজিব, মো. মঞ্জুর আলম, সামিমা সুলতানা দিপ্তি, মহসিনা খাতুন ও মো. রফিকুল ইসলাম মিন্টু।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com