ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: সব মন্ত্রণালয়ের সচিব এবং সব কমিশনের প্রধানের অপসারণ দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আজ মঙ্গলবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে এ দাবি জানান তিনি।
ওই পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘সব মন্ত্রণালয়ের সচিব এবং সব কমিশনের প্রধানকে আজকের মধ্যে অপসারণ করতে হবে। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক), আইন কমিশনসহ সব কমিশনে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা এখনো বসে আছেন।’
তিনি আরও লেখেন, ‘আজকের মধ্যেই সব ফ্যাসিস্ট আমলার পদত্যাগ নিশ্চিত করতে হবে। সৎ, যোগ্য ও দেশপ্রেমিক আমলাদের নিয়োগ দিতে হবে।’
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com