ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: তিন পার্বত্য জেলা পরিষদে ছাত্র প্রতিনিধি নিয়োগের ক্ষেত্রে আবেগি হয়ে সিদ্ধান্ত নেয়া যাবে না বলে মন্তব্য করেছেনমন্ত্রনালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। বলেন, পরিষদগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় আনা হবে।
সচিবালয়ে পার্বত্য অঞ্চলের কয়েকজন ছাত্র প্রতিনিধির সাথে দুপুরে বৈঠক করেন মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এ সময় ছাত্রদের পক্ষ থেকে পার্বত্য তিন জেলা পরিষদে ছাত্র প্রতিনিধি নিয়োগ, পর্যটন ব্যবস্থার উন্নয়ন, কৃষি পরিস্থিতি নিয়ে নানা দাবি তুলে ধরা হয়।
এ সময় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সব দাবি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে তুলে ধরা হবে। বাস্তবতা বিবেচনা করে যেসব দাবি মানা সম্ভব তা পূরন করা হবে। তিনি বলেন, শান্তি চুক্তি বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্টদের সাথে আলোচনার উদ্যোগ নেয়া হবে।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com