ঢাকা      বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৮ ভাদ্র ১৪৩১
শিরোনাম

যুক্তরাষ্ট্রসহ বড় সব দেশ থেকে সহযোগিতার আশ্বাস মিলেছে : পররাষ্ট্র উপদেষ্টা

IMG
13 August 2024, 6:26 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: যুক্তরাষ্ট্রসহ বিশ্বের শক্তিশালী দেশগুলো থেকে সহযোগিতার আশ্বাস মিলেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা এম তৌহিদ হোসেন। নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রসহ বড় সব দেশের সঙ্গেই বাংলাদেশের যোগাযোগ হয়েছে বলেও জানান তিনি।

আজ মঙ্গলবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে কয়েকজন সাংবা‌দি‌কের স‌ঙ্গে আলাপকা‌লে এসব কথা বলেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা।

তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, শক্তিশালী রাষ্ট্রগুলোর সবার সঙ্গেই যোগাযোগ করেছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার। যে লক্ষ্যে অভ্যুত্থান এবং পালাবদল হলো, সেই লক্ষ্য পূরণে সবার সহযোগিতা চেয়েছে বাংলাদেশ।

এসময় নো‌বেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূ‌সের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দা‌য়িত্ব নেওয়ার আগ থে‌কে দে‌শের গণমাধ‌্যম তার ভূ‌মিকায় স‌ঠিক অবস্থা‌নে রয়েছে ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন।

তিনি বলেন, মি‌ডিয়ার যে রোল সেটা আমরা অনেক দিন দে‌খি‌নি। এখন আমরা সেটা দেখ‌তে পা‌চ্ছি। এ সরকার দা‌য়িত্ব নেওয়ার আগে থে‌কে মি‌ডিয়ার যে ভূ‌মিকা থাকার কথা সেটা তারা নি‌চ্ছেন। আপনারা এ ভূ‌মিকা ও সমর্থন বজায় রাখুন।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, এ বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এখতিয়ার। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার বিষয়টি দেখভাল করবে স্বাস্থ্য মন্ত্রণালয়।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন