ঢাকা      শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
শিরোনাম

রাজশাহী সেনানিবাস পরিদর্শন করলেন সেনাপ্রধান

IMG
14 August 2024, 11:42 AM

রাজশাহী, বাংলাদেশ গ্লোবাল: বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার, রাজশাহী সেনানিবাস পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

মঙ্গলবার (১৩ আগস্ট) তিনি রাজশাহী সেনানিবাস পরিদর্শন করেন বলে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এতে বলা হয়, পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান সেনাসদস্যদের সাথে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরবর্তীতে তিনি স্থানীয় অসামরিক প্রশাসনের ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি), জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া, কমান্ড্যান্ট বিআইআরসি ছাড়াও সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, বিভাগীয় কমিশনার রাজশাহী, স্থানীয় অসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসার, ফায়ার সার্ভিস ও বিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

Array ( [0] => HY000 [1] => 1021 [2] => Disk full (/tmp/#sql_3dc_86.MAI); waiting for someone to free some space... (errno: 28 "No space left on device") ) 1