ঢাকা      শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১
শিরোনাম

শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা, টুঙ্গিপাড়ায় বিক্ষোভ

IMG
14 August 2024, 12:49 PM

গোপালগঞ্জ, বাংলাদেশ গ্লোবাল: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রতিবাদে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশ করেছে। আজ বুধবার বেলা ১১টায় টুঙ্গিপাড়া পৌর মাল্টিপারপাস মার্কেট থেকে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাটগাতি বাসস্ট্যান্ড মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখের নেতৃত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা যুবলীগের সভাপতি হাসান আহমেদ কচি, সাধারণ সম্পাদক বিএম মাহমুদ বিশ্বাস, টুঙ্গিপাড়া ছাত্রলীগের সভাপতি সামসুল হক, সাধারণ সম্পাদক লিংকন মোল্লা প্রমুখ।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন