ঢাকা      সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১
শিরোনাম

মঙ্গলে ভূপৃষ্ঠের গভীরে তরল পানির সন্ধান

IMG
14 August 2024, 1:13 PM

নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠের অনেকটা গভীরে জীবনরক্ষাকারী তরল পানির সন্ধান পাওয়া গেছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার এক গবেষণায় সম্প্রতি এ তথ্য উঠে এসেছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, নাসার রোবটযান ‘মার্স ইনসাইট ল্যান্ডার’–এর পাঠানো তথ্য–উপাত্ত ব্যবহার করে গত সোমবার নাসা বলেছে, মঙ্গলের ভূপৃষ্ঠের নিচে তরল পানির সন্ধান পাওয়া গেছে। এই আবিষ্কার মঙ্গলে জীবনের অস্তিত্ব খুঁজে পাওয়ার চেষ্টাকে নিঃসন্দেহে আরও এগিয়ে নেবে।

নাসার বিজ্ঞানীরা বলছেন, বহু আগে মঙ্গলের মহাসাগরে কী ঘটেছিল, সে ব্যাপারেও ধারণা পেতে সাহায্য করবে নতুন এই তথ্য।

রোবটযান ‘মার্স ইনসাইট ল্যান্ডার’ ২০১৮ সাল থেকে লালগ্রহ মঙ্গলে অবস্থান করছে। চার বছর ধরে এই রোবটযান মঙ্গলের ভূকম্পনসংক্রান্ত উপাত্ত পরিমাপ করেছে। পাশাপাশি মঙ্গলের ভূপৃষ্ঠের নিচে কোনো উপকরণ বা পদার্থ রয়েছে কি না, সেটিও পরীক্ষা করেছে রোবটযান মার্স ইনসাইট ল্যান্ডার।

মার্স ইনসাইট ল্যান্ডার–এর পাঠানো উপাত্তের ভিত্তিতে গবেষকেরা বলছেন, মঙ্গলে ভূপৃষ্ঠের অনেক গভীরে তরল পানির অস্তিত্ব রয়েছে। ধারনা করা হচ্ছে, ৩০০ কোটি বছর আগে মঙ্গলের উপরিভাগে হ্রদ, নদী ও মহাসাগর ছিল।

নাসার সম্প্রতি প্রকাশিত গবেষণা প্রতিবেদনের অন্যতম লেখক এবং ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার স্ক্রিপস ইনস্টিটিউশন অব ওশানোগ্রাফির অধ্যাপক ভাশান রাইট বলেন, ‘গবেষণার ফলাফল সঠিক হলে আমরা এ ব্যাপারে নিশ্চিত যে পৃথিবীতে প্রাণের যেসব উৎস রয়েছে, মঙ্গলেও তা রয়েছে।’

মঙ্গলে যে পানির অস্তিত্ব পাওয়া গেছে, তা গ্রহটির ভূপৃষ্ঠ থেকে অন্তত ১১ দশমিক ৫ কিলোমিটার থেকে ২০ কিলোমিটার নিচে অবস্থিত বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

ভাশান রাইট আরও বলেন, ‘পৃথিবীতে ভূপৃষ্ঠের ওপর থেকে পানি ভূগর্ভে প্রবেশ করে। সেখান থেকে আরও গভীরে সঞ্চিত হয়। আমরা মনে করি, একই প্রক্রিয়া মঙ্গলেও সংঘটিত হয়েছে। তবে সেটি ওই সময় হয়েছে, যখন মঙ্গলের উপরিভাগ এখনকার চেয়ে বেশি উষ্ণ ছিল।’

গবেষণা প্রবন্ধটির অন্য রচয়িতারা হলেন— স্ক্রিপস ইনস্টিটিউশন অব ওশানোগ্রাফির ম্যাথিয়াস মর্জফেল্ড ও বার্কলের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার মাইকেল ম্যাঙ্গা। ‘প্রসিডিংস অব দ্য ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্স’ সাময়িকীতে প্রবন্ধটি প্রকাশিত হয়েছে।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন