ঢাকা      শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১
শিরোনাম

নীলফামারীতে বিএনপির অবস্থান কর্মসুচি

IMG
14 August 2024, 2:29 PM

নুর আলম, বাংলাদেশ গ্লোবাল: ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যার অভিযোগে শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে অবস্থান কর্মসুচি পালন করেছে নীলফামারীতে জেলা বিএনপি। আজ বুধবার দিনব্যাপী বিএনপি কার্যালয়ে জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জহুরুল আলমের নেতৃত্বে এই কর্মসুচি পালন করা হয়।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান কোকো, পৌর বিএনপির সভাপতি মাহবুব উর রহমান ও সাংগঠনিক সম্পাদক শুভ চৌধুরী, জেলা কৃষকদলের আহবায়ক মগনি মাসুুদুল আলম দুলাল, জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম ও সাধারণ সম্পাদক জামিয়ার রহমান, জেলা তাঁতীদলের সভাপতি শাহজাদা মুক্তি, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোর্শেদ আযম বক্তব্য দেন।

বক্তারা বলেন, শেখ হাসিনার নির্দেশে পুলিশ সাধারণ শিক্ষার্থী মানুষকে হত্যা করেছে। এই হত্যার বিচার করতেই হবে। ইতোমধ্যে মামলা হয়েছে তার বিরুদ্ধে। কোন ছাড় দেয়া হবে না।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল আলম বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছাড়িয়ে পালিয়ে গেছেন স্বৈরশাসক শেখ হাসিনা। বিদেশ থেকে ষড়যন্ত্র শুরু করেছেন। তারা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করার পরিকল্পনা করছেন, তা সফল হতে দেয়া হবে না। এসব ঘটনায় জড়িতদের শাস্তি আমরা দেখতে চাই।

জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার বলেন, ১৬বছর দেশে স্বৈরশাসন চালানো হয়েছে। দেশকে জিম্মি করে রাখা হয়েছে। হত্যা, লুটপাট, দুর্নীতি করে দেশকে ধ্বংস করে দেয়া হয়েছে। এসবের বিচার হতে হবে।

এর আগে বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে বিএনপি কার্যালয়ে যোগ দেন নেতা কর্মীরা।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন