ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রাহমাতুল মুনিমের অপসারণের দাবিতে লাগাতার কর্মবিরতি চলছে। এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা রাজস্ব বোর্ডের সামনে সভা–সমাবেশ করছেন। এমনকি তাঁরা চেয়ারম্যানের গ্রেপ্তার ও রিমান্ড পর্যন্ত দাবি করছেন।
আজ বুধবার সকাল থেকেই এনবিআরের কর্মকর্তারা রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের সামনে সমাবেশ করছেন। সেখানে তাঁরা স্লোগান দিচ্ছেন ‘এনবিআরে দুর্নীতি, চলবে না চলবে না’; ‘বিচার চাই বিচার চাই, রাহমাতুল মুনিমের বিচার চাই’; ‘স্বৈরাচারের আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’; ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’ ইত্যাদি। প্ল্যাকার্ডে লেখা হয়েছে, ‘এই মুহূর্তে দেশ ছাড়, মানি লন্ডারিংয়ের গডফাদার’।
এসময় কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ করে বলেন, ছয় বছরের চুক্তিভিত্তিক নিয়োগ লাভের বিনিময়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে বেআইনিভাবে নিরীক্ষা, পুনর্নিরীক্ষা ও একের পর এক আয়কর মামলা করে হয়রানি করেছেন এনবিআর চেয়ারম্যান রাহমাতুল মুনিম। অন্যদিকে তিনি লাখ লাখ কোটি টাকা পাচারকারী বড় বড় লুটেরা ও ব্যবসায়ীর ক্ষেত্রে এ ধরনের ব্যবস্থা নেননি; বরং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারের ঘনিষ্ঠ বন্ধু রাহমাতুল মুনিম তাঁদের নানাভাবে সহযোগিতা করেছেন। এখনো সচিবালয়ে বসে অর্থ পাচারকারীদের সহযোগিতা করছেন তিনি।
এর আগে গত সোমবার আবু হেনা মো. রাহমাতুল মুনিমের অপসারণে ২৪ ঘণ্টার আলটিমেটাম বা চরমপত্র দেন সংস্থাটির কর্মচারীরা।
৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশে ব্যাংকের গভর্নরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়োজিত ব্যক্তিরা পদত্যাগ করেছেন। এনবিআর চেয়ারম্যানের পদত্যাগ দাবি করা হলেও এখন পর্যন্ত তিনি স্বপদে বহাল।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com