ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া ৩০৯টি অস্ত্র এবং ৬ হাজার ২৫৮ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। প্রায় ৯ দিন পর এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হলো।
আজ বুধবার দুপুরে পুলিশ সদর দফতর থেকে এক ক্ষুদে বার্তায় বাসসকে এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ সদর দফতর জানিয়েছে, সম্প্রতি লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ হতে এখন পর্যন্ত বিভিন্ন ধরনের অস্ত্র ৩০৯টি, গোলাবারুদের মধ্যে গুলি ৬ হাজার ২৫৮ রাউন্ড, টিয়ার গ্যাস সেল ৩১৮টি, টিয়ার গ্যাস গ্রেনেড ২ টি এবং সাউন্ড গ্রেনেড ৯টি উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com