ঢাকা      শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১
শিরোনাম

স্ত্রী ২: ১৫ দিনেই ৬০০ কোটি!

IMG
31 August 2024, 11:05 AM

এন্টারটেইনমেন্ট ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: স্ত্রী ২ ছবি গোটা ভারতে ব্যাপক সাড়া ফেলেছে। এই সিনেমা ভারতের দশম হাইয়েস্ট বাণিজ্যিক ছবিতে পরিণত হয়েছে। ছবিটিতে অভিনয় করেছেন শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও এবং পঙ্কজ ত্রিপাঠীর মত অভিনেতারা।

শুরু থেকেই বিশ্লেষকরা আশা করেছিলেন, প্রচুর টাকা আয় করবে এই ছবি। স্ত্রী ছবির পরেই দেখা গিয়েছিল, দর্শকরা মুখিয়ে আছেন এই ছবির সিক্যুয়াল দেখতে। আর হলোও তাই। গত ১৫ আগস্ট রিলিজ করেছিল এই ছবি। প্রথম দিন ৮ কোটির বেশি আয় করেছিল এই ছবি। দেশীয় স্তরে এই ছবির আয় ৪৩২.৮ কোটি। যত দিন গিয়েছে, ততই এই ছবির ব্যবসা বেড়েছে।

কিন্তু, স্ত্রী ২ ঝড় যেন থামার নয়। রাজকুমার রাও এবং শ্রদ্ধা অভিনীত এই ছবি ১৫ দিন পর ৬০০ কোটি আয় করেছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে, রাতের শোয়ে ভিড় করছেন ভক্তরা। অবাক করার মতো বিষয় এটাই, যেখানে পশ্চিমবঙ্গে দু’টি ছবি রিলিজ করেছিল বাবলি এবং পদাতিক। সেখানে, স্ত্রী ২ দারুণ ব্যবসা করলো।

স্ত্রী ২ কেজিএফ-এর দুটি পার্টের আয়কেই পিছনে ফেলেছে। এরপর রণবীর কাপুরের অ্যানিমেল এবং বাহুবলীর আয়কে পেছনে ফেলে কিনা সেটাই দেখার। কিন্তু, স্ত্রী ২-এর ভালো ফলাফলের পর রাজকুমার রাও কিন্তু পিছিয়ে নেই। এর আগে রিলিজ হয়েছিল, মিস্টার এন্ড মিসেস মাহী এবং শ্রীকান্ত। কিন্তু সেগুলি ভালো লাভ করেনি। তারপর এলো স্ত্রী ২।

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন