নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: স্বল্পমেয়াদি চীনা ভিসা আবেদনকারীদের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে না। আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছে ঢাকার চীনা দূতাবাস।
পোস্টে বলা হয়েছে, চীনা ভিসার আবেদনকারীদের আরও সুবিধার জন্য একক বা ডাবল এন্ট্রি স্বল্পমেয়াদি ভিসার (১৮০ দিনের কম) ক্ষেত্রে আগামী ২ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ সাল পর্যন্ত ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ থেকে ছাড় দেয়া হবে।
বেশিসংখ্যক ব্যবসা, দর্শনীয় স্থান ভ্রমণ ও বিনিয়োগে উৎসাহিত করতে দেশটি ভিসা নীতিমালা সহজ করেছে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com