ঢাকা      মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১
শিরোনাম

বন্যার প্রভাবে বাজারে মূল্যের উর্দ্ধগতি

IMG
03 September 2024, 11:08 AM

মাওলা সুজন, নোয়াখালীঃ নোয়াখালীতে এবার স্মরণকালের ভয়াবহতম বন্যা হয়েছে। সাধারণত নোয়াখাীতে বন্যার তেমন একটা প্রভাব পড়েনা। তবে টানা কয়েকদিন বৃষ্টি হলে জলাবদ্ধতা দেখা দেয়। কয়েকদিন গেলে আবার তা নেমে যায়। কিন্তু প্রতি বছরের মতো এবারও প্রথমে জলাবদ্ধতা দেখা দেয়। কিন্তু পরবর্তীতে টানা বৃষ্টি ও উজানের জোয়ারের সাথে নোয়াখালীতে দেখা দেয় বন্যা। পুরো জেলা বন্যার কবলে পড়ে। বাদ যায়নি হাট-বাজারও।

নোয়াখালী জেলা শহরের বাসিন্দাদের জন্য প্রধান খুচরা বাজার হচ্ছে নোয়াখালী পৌর বাজার। এটি মূলত: শহরের মানুষের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় কেনার জন্য একমাত্র বাজার। এবছর বন্যায় এ বাজারটিও সম্পূর্ণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা ভয়াবহ আকার নিলে পুরো বাজার পানিতে তলিয়ে যায়। কোথাও বিভিন্ন পণ্য নিয়ে দোকান বসানো সম্ভব হয়নি ব্যবসায়ীদের। তারা বন্যার শুরু থেকে বাজারের পাশে শহরের প্রধান সড়ক দখল করে বাজার বসিয়েছে। এতে শহরবাসীর যেমন চলাচল করতে সমস্যা হচ্ছে, তেমনি প্রতিদিন হচ্ছে তীব্র যানজট। অন্যদিকে, ক্রেতাদের অভিযোগ বন্যার দোহাই দিয়ে বেশী দাম রাখছেন বিক্রেতারা।

সরেজমিনে দেখা যায়, নোয়াখালী পৌর বাজারের প্রতিটি অলি গলি এখনো পানির নীচে রয়েছে। পুরো বাজার এখনো পানিতে সয়লাব। ব্যবসায়ীরা নিত্যদিনের পসরা নিয়ে বসতে পারছেনা। মুদিপণ্যের গলিতে দেখা যায় অনেক দোকানের মেঝেতে এখানো পানি রয়েছে। মুরগী, গরু, খাসী, মাছের গলিতে দেখা যায়, বন্যার পানির সাথে ময়লা-আর্বজনার পানি মিশে একাকার। ফলে বাজারের পানি হয়ে উঠেছে এক ধরণের চর্ম ও পানিবাহিত রোগের উৎস।

সুবেল নামে একজন সব্জী ব্যবসায়ী বলেন, বাজারে আমি যে জায়গায় বসতাম, সেখানে হাঁটুর উপরে পানি ছিলো। প্রথমে মালামাল সব নষ্ট হযে গিয়েছিলো। পরে রাস্তার পাশে এসে বসেছি।

ফজলু নামের একজন মাছ ব্যবসায়ী বলেন, বাজারের সবচেয়ে উঁচু ভিটা হচ্ছে মাছের গলির। কিন্তু এখানেও পানি ছিলো হাঁটু সমান। ক্রেতারা এই ময়লা পানিতে আসতে পায়না। তাই বাধ্য হয়ে প্রধান সড়কের পাশে বসেছি।

বাহার নামে একজন মুরগী ব্যবসায় জানান, আমরা যারা মুরগীর ব্যবসা করি, তারা কোথাও যেতে পারিনি। কারণ আমাদের রয়েছে অধিক সংখ্যক মুরগী, সাথে মুরগীর খাঁচা। এখনতো ক্রেতারা মুরগী বাজার থেকে কিনে জবাই করে কেটেকুটে নেয়। আমরা এসব সামগ্রী নিয়ে রাস্তায় যেতে পারিনি। ফলে পুরো বন্যার পানির সাথে যুদ্ধ করে আমরা মুরগী ব্যবসায়ীরা এখানে রয়েছি। ময়লা পানিতে চলচলের কারণে অনেকের পানিবাহিত রোগ দেখা দিয়েছে।

কবির হোসেন নামে একজন গরু গোশত বিক্রেতা বলেন, এই গলিতে এখনো হাঁটু সমান পানি। আমাদের গরু জবাই করতে সমস্য হচ্ছে। ময়লা বিষাক্ত পানি মাড়িয়ে ক্রেতারা ভিতরে আসছেনা। ফলে গরু গোশতের বাজারে ধস নেমেছে।

সোহাগ নামে একজন মুদি দোকানী বলেন, বাজারের প্রতিটি মুদি দোকানে পানি প্রবেশ করেছে। যে রাতে সবচেয়ে বেশী বৃষ্টির কারণে পানি দোকনে ঢুকেছে, সে রাতে প্রায় দোকানীর অনেক পণ্য নষ্ট হয়ে গেছে। এখনো আমরা দোকান খুলি দেরীতে। কারণ ক্রেতারা সহজে গলির ভিতরে আসেনা। শহরের বিভিন্ন এলাকার অলি গলিতে এখন দোকানের অভাব নেই। সেখান থেকে ক্রেতারা মুদিপণ্য কিনছেন।

আসিফ নামে একজন ক্রেতা বলেন, বাজারের যে আবস্থা তাতে ভিতরে যাওয়ার মতো পরিবেশ নেই। ময়লা-আবর্জনার পানি মিলেমিশে একাকার। এই পানিকে পানিতে যাওয়াটা উচিত হবেনা। চর্ম রোগ অবশ্যম্ভাবী।

রাকিব হোসেন নামে আরেকজন ক্রেতা বলেন, বাজার করাটা এখন একটা বড় সমস্যা। প্রতিটির গলির ভিতরে পানি। তাছাড়া জিনিষ পত্রের দাম বেশী। সবজী-মাছ-মুদি পণ্য সবকিছুরই দাম উর্দ্ধগতি। অনেকটা নাগালের বাইরে চলে যাচ্ছে।

হেলাল নামে আরেকজন বলেন, আমরা নিন্মবিত্ত। দিনে আনি দিন খাই। বন্যার কারণে কাজকর্ম প্রায় বন্ধ। কোথাও কাজ নেই। বন্যার পানি নেমে যাওয়ার পর ঘরে এসেছি গতকাল। রান্নার চুলা পর্যন্ত পানিতে নষ্ট হয়ে গেছে। কোনো রকমে রান্নার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু বাজারে এসে দেখি দামে আগুন। শুধু সবজী দিয়ে যে খাবো সে ব্যবস্থাও নেই এই মুহুর্তে। মাছের কথা বাদই দিলাম, সবজীর দামও বাড়তি।


বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন