ঢাকা      মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১
শিরোনাম

আন্দোলনে নিহত রিকশাচালকের পরিবারকে প্রাইজমানি দেবেন মিরাজ

IMG
03 September 2024, 5:04 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দুর্দান্ত খেলে সেরা হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সিরিজসেরা পুরস্কারের অর্থ পাকিস্তানি রুপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হওয়া এক রিকশাচালকের পরিবারকে দিতে চান তিনি।

আজ মঙ্গলবার পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর সিরিজসেরা পুরস্কার নেওয়ার সময় মিরাজ বলেন, দেশ অনেক খারাপ সময়ের মধ্য দিয়ে গেছে। ছাত্র আন্দোলনের সময় এক রিকশাচালক আহত হন, পরে তিনি মারা গেছেন। এই সিরিজ সেরার অর্থ আমি তার পরিবারকে দিয়ে পাশে দাঁড়াতে চাই।

ম্যাচ শেষে মিরাজ তার ফেসবুক পেইজে লেখেন, এই অবদান উৎসর্গ করছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদ ভাই-বোন ও বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ সকলের প্রতি। আমার আজ 'ম্যান অব দ্যা সিরিজ' পুরুষ্কারের প্রাপ্ত অর্থ তুলে দিতে চাই আন্দোলনে শহীদ হওয়া এক রিকশাচালক ভাইয়ের পরিবারের হাতে।

রাওয়ালপিন্ডির দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এতে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। এই জয়ে পাকিস্তানিদের বিপক্ষে প্রথমবার টেস্ট সিরিজ জয়ও নিশ্চিত করে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে মিরাজ ব্যাট হাতে করেছেন ১৫৫ রান। আর বল হাতে তুলে নিয়েছেন ১০ উইকেট। এতে সিরিজসেরা নির্বাচিত হয়েছেন এই টাইগার অলরাউন্ডার। প্রাইজ মানি হিসেবে তিনি ৫ লাখ পাকিস্তানি রুপি পেয়েছেন।




বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন