ঢাকা      মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১
শিরোনাম

২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

IMG
03 September 2024, 9:33 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে ২২ সে‌প্টেম্বর নিউইয়র্কে যেতে পারেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর এটা তার প্রথম বিদেশ সফর হতে যাচ্ছে। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এমন তথ্য জানান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, সম্ভবত ২২ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা নিউইয়র্ক যে‌তে পারেন। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেয়া ও আস-যাওয়া মিলিয়ে এক সপ্তাহের সফরে নিউইয়র্কে থাকতে পারেন প্রধান উপদেষ্টা।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেয়ার পাশাপা‌শি প্রধান উপদেষ্টা কোন কোন রাষ্ট্র বা সরকারপ্রধা‌নের স‌ঙ্গে বৈঠক হ‌বে এবং তা‌লিকায় ভারত রয়েছে কি না জান‌তে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা ব‌লেন, এ বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি, কাজ চলছে।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন