ঢাকা      শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১
শিরোনাম

পরিত্যক্ত অবস্থায় তিনটি শর্টগান ও ৯৮ রাউন্ড কার্তুজ উদ্ধার

IMG
06 September 2024, 11:45 AM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: রাজধানীর বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের মধ্যে পরিত্যক্ত অবস্থায় তিনটি শর্টগান, ৯৮ রাউন্ড কার্তুজ ও একটি পুলিশ বেল্ট মোহাম্মদপুর এলাকা থেকে উদ্ধার করেছে র‌্যাব-২। বৃহস্পতিবার বিকেলে মোহাম্মদপুর থানার বেড়িবাধঁ এলাকা থেকে এসব উদ্ধার করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-২ জানায়, অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি দল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে মোহাম্মদপুর থানার বেড়িবাঁধ এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় তিনটি শর্টগান, ৯৮ রাউন্ড কার্তুজ ও একটি পুলিশ বেল্ট উদ্ধার করেছে।

পরে এসব উদ্ধারকৃত মালামাল মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব দুস্কৃতিকারী ও স্বার্থান্বেষী মহলের অপতৎপরতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে নজরদারি অব্যাহত রেখেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন