ঢাকা      শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১
শিরোনাম

জাদুঘর তৈরিতে বিশেষ কমিটি কাজ করবে: আইসিটি উপদেষ্টা নাহিদ (ভিডিও)

IMG
07 September 2024, 1:06 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: গণভবনকে জাদুঘর করার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম। আজ শনিবার দুপুরে গণভবন পরিদর্শন শেষ এসব কথা বলেন নাহিদ ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

জুলাই ছাত্র জনতার অভ্যুত্থান এবং গত ১৬ বছরের আওয়ামী লীগ সরকারের স্বৈরাচারী শাসনের চিত্র তুলে ধরতেই এই সিদ্ধান্ত বলে জানান তিনি।

নাহিদ জানান, গণভবন যেমন আছে, তেমনই থাকবে। নতুন করে যুক্ত হবে জুলাই অভ্যুত্থানে শহীদদের তালিকা আর আওয়ামী লীগের ১৬ বছরের শাসনামলে গুম, খুন ও নির্যাতনের শিকার মানুষদের তালিকা।

জাদুঘর তৈরির কাজ ত্বরান্বিত করতে বিশেষজ্ঞদের নিয়ে কমিটিও করা হবে বলেও জানান আইসিটি উপদেষ্টা।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন