ঢাকা      বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১
শিরোনাম

শিপইয়ার্ডে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

IMG
08 September 2024, 11:40 AM

চট্টগ্রাম, বাংলাদেশ গ্লোবালঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ ওই শ্রমিক মারা যান বলে হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন।

বার্ন ইনস্টিটিউটে ভর্তি বাকি সাতজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন তারা।

এর আগে শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ড কুমিরা এলাকার এসএম করপোরেশন ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়।

এতে দগ্ধ ১২ জনকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এদের মধ্যে আটজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন