ঢাকা      শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১
শিরোনাম

পাকিস্তানের নতুন পররাষ্ট্রসচিব আমনা বালুচ

IMG
08 September 2024, 11:50 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: পাকিস্তানের পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আমনা বালুচকে। আগামী ১১ সেপ্টেম্বর থেকে তিনি এই দায়িত্ব পালন শুরু করবেন।

শনিবার এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ফরেন সার্ভিসের গ্রেড-২২ কর্মকর্তা আমনা বালুচ বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন, বেলজিয়াম ও লুক্সেমবার্গে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

বর্তমানে তিনি ইউরোপীয় ইউনিয়ন, বেলজিয়াম ও লুক্সেমবার্গে পাকিস্তানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে তিনি মালয়েশিয়ায় পাকিস্তানের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া, ১৯৯১ সালে দেশটির ফরেন সার্ভিসে যোগ দেওয়া আমনা বালুচ চীনের চেংদুতে কনস্যুল জেনারেল, শ্রীলংকার কলম্বোতে মিনিস্টার কাউন্সেলর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের যুগ্ম সচিব ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ গ্লবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন