ঢাকা      মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১
শিরোনাম

নাইজেরিয়ায় জ্বালানিবাহী ট্যাংকার-ট্রাক সংঘর্ষে অন্তত ৪৮ নিহত

IMG
09 September 2024, 11:56 AM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: নাইজেরিয়ার মধ্যাঞ্চলে জ্বালানিবাহী ট্যাংকারের সঙ্গে ট্রাকের সংঘর্ষ অন্তত ৪৮ জনের মৃত্যু হয়েছে।

নাইজেরিয়ার জরুরি সেবাদাতা সংস্থা জানিয়েছে, নাইজার রাজ্যে এই দুর্ঘটনা ঘটেছে।

মৃতদের পুরো দেহ পুড়ে যাওয়ায় তাদেরকে শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনাস্থলের কাছে তাদের গণকবরে সমাধিস্থ করা হয়েছে।

নাইজেরিয়ার গণমাধ্যম জানিয়েছে, ট্রাকে যাত্রী ও পশু ভর্তি ছিল। ট্রাকটি উত্তর ক্যানো রাজ্যে যাচ্ছিল। অন্তত ৫০টি গবাদি পশুর মৃত্যু হয়েছে।

নাইজার স্টেট ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সির মহাপরিচালক আবদুল্লাহি বাবা-আরব জানিয়েছেন, দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ চলছে।

নাইজারের গভর্নর মোহাম্মদ উমায়ু বাগো এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন।

তিনি স্থানীয় বাসিন্দাদের দুর্ঘটনাকবলিত এলাকায় শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন। চালকদের সতর্ক হয়ে গাড়ি চালাতে ও ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ জানান।


বাংলাদেশ গ্লোবাল/জেএস

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন