ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য আত্মহত্যা করেছেন বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে। খবরে বলা হয়েছে, ওই বিএসএফ সদস্যের নাম বি অরুণ দিলীপ (৪০)।
ইন্ডিয়া টুডে বলছে, সোমবার (৯ সেপ্টেম্বর) ত্রিপুরার ঢালাই জেলার কামালপুরে অরুণ দিলীপ দায়িত্ব পালনের সময় নিজেকে গুলি করে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। নিজের রাইফেল দিয়েই তিনি নিজেকে গুলি করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএসএফের একজন কর্মকর্তা বলেন, সীমান্তে টহল দেওয়ার সময় এই ঘটনা ঘটেছে। আমাদের ধারণা এটি আত্মহত্যা। তিনি নিজেকে দুইবার গুলি করেছেন। একবার নিজের পেটে এবং আরেকবার তার কাঁধে।
এই কর্মকর্তা আরও জানান, এই ঘটনার পর দ্রত তাকে কামালপুর হাসপাতালে নেওয়া হয়। তবে তার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে আগারতলার জিবি পান্ত হাসপাতালে নেওয়া হয়।
তবে জিবি পান্ত হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন। এই ঘটনার তদন্ত চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com