ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: এলডিপি সভাপতি কর্নেল (অবসরপ্রাপ্ত) অলি আহমদ বলেছেন, ছাত্র-জনতার আত্মত্যাগের মাধ্যমে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিদায় হয়েছে, কিন্তু সংস্কার কাজের অগ্রগতি আশাব্যঞ্জক নয়। আজ মঙ্গলবার সকালে মগবাজারে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
তিনি জানান, দেশে এখনও অনেক ক্ষেত্রেই বিশৃঙ্খল অবস্থা দেখা যাচ্ছে। হুজুগের বশে কিছু করলে তা এই গণঅভ্যুত্থানের জন্য সুফল আনবে না বলেও জানান তিনি।
কর্নেল অলি বলেন, জনগণ চাইলে জাতীয় সঙ্গীত পরিবর্তন সম্ভব। গণভবনকে জাদুঘর করার বিরোধিতা করে অলি আহমেদ বলেন, ছাত্র জনতার ত্যাগকে স্বীকৃতি দিতে জাদুঘর হতেই পারে কিন্তু সেটা গণভবনে নয়।
অলি আহমদ প্রত্যাশা করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুতই স্বাভাবিক করতে হবে, না হলে গণহত্যা আবারও মাথাচাড়া দিতে পারে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়সীমার মধ্যে আনার আহবানও জানান তিনি।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com