ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বন্যাকবলিত ফেনীর বিভিন্ন দুর্গম এলাকায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ বিমান বাহিনী। এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার জেলার ফুলগাজী বরাইয়া গ্রামে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করে তারা।
এছাড়াও বন্যাকবলিত উক্ত দুর্গম এলাকাসমুহের জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে বিমান বাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়ে আসছে।
উল্লেখ্য যে, বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় বাংলাদেশ বিমান বাহিনী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছে এবং থাকবে।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com