ঢাকা      বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১
শিরোনাম

৪২ ফেডারেশনের সভাপতিকে অপসারণ করল ক্রীড়া মন্ত্রণালয়

IMG
10 September 2024, 6:58 PM

স্পোর্টস ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: দেশের রাজনৈতিক পট-পরিবর্তনের পর সংস্কারের কাজ শুরু হয়েছে দেশের ক্রীড়াঅঙ্গনেও। আজ মঙ্গলবার এক প্রজ্ঞাপনে দেশের ৪২ ফেডারেশন, বোর্ড, এসোসিয়েশন ও সংস্থার সভাপতিকে অপসারণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহকারী সচিব হুমায়ুন রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ২২ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সরকার দেশের বিদ্যমান ফেডারেশন/এসোসিয়েশন/বোর্ড/সংস্থার কার্যক্রম অধিকতর সক্রিয় ও সংস্কারের উদ্দেশ্যে উক্ত ফেডারেশন/এসোসিয়েশন/বোর্ড/সংস্থার বিদ্যমান সভাপতিগণকে এতদ্বারা অপসারণ করিল।’

জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮ এর ২২ ধারায় বলা আছে— কতিপয় সংস্থার সভাপতি নিয়োগে সরকারের ক্ষমতা, ‘আপাতত বলবৎ অন্য কোনো আইন, চুক্তি বা আইনি দলিলে যাহা কিছু থাকুক না কেন তফসিলে বর্ণিত সংস্থার প্রধান হিসেবে একজন সভাপতি থাকবেন। যিনি সরকার কর্তৃক মনোনীত/ক্ষেত্র মতো, বিধি মোতাবেক নির্বাচিত হইবেন।’

তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জাতীয় ক্রীড়া পরিষদের এই আইনের অন্তর্ভূক্ত না হওয়ায় কাজী সালাহউদ্দিন তার পদেই থাকছেন। বাফুফে সভাপতি ফিফার দেয়া গাইডলাইন অনুযায়ী নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন। নিয়ম না মেনে তাকে অপসারণ করতে গেলে ফিফার নিষেধাজ্ঞায় পড়ার ঝুঁকি আছে।

অন্যদিকে একইভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি) জাতীয় ক্রীড়া পরিষদ আইন অনুযায়ী হস্তক্ষেপের সুযোগ নেই। তবে নাজমুল হাসান পদত্যাগ করায় সেটা নিয়ে আপাতত চিন্তার কারণ নেই। নতুন দায়িত্বে এসেছেন সাবেক ক্রিকেটার ও বোর্ডের প্রধান নির্বাচক ফারুক আহমেদ।

এর আগে দাবা এবং কাবাডি ফেডারেশনের সভাপতিকে অপসারণ ও ব্রিজ ফেডারেশনের সভাপতিকে অব্যাহতি দিয়েছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

যে ৪২টি ফেডারেশন/এসোসিয়েশনের সভাপতিকে অপসারণ করা হলো:
বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন
বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন
বাংলাদেশ জুডো ফেডারেশন
বাংলাদেশ কারাতে ফেডারেশন
বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন
বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশন
বাংলাদেশ জিমন্যাস্টিকস ফেডারেশন
বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন
বাংলাদেশ আর্চারি ফেডারেশন
বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থা
বাংলাদেশ অ্যামেচার বক্সিং ফেডারেশন
বাংলাদেশ বধির ক্রীড়া ফেডারেশন
বাংলাদেশ বাশাআপ এসোসিয়েশন
বাংলাদেশ রাগবি ফেডারেশন
বাংলাদেশ ফেন্সিং ফেডারেশন
বাংলাদেশ বেসবল-সফটবল এসোসিয়েশন
ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ
বাংলাদেশ সার্ফিং এসোসিয়েশন
বাংলাদেশ মাউন্টেনিয়ারিং এসোসিয়েশন
বাংলাদেশ চুকবল এসোসিয়েশন
বাংলাদেশ সেপাক টাকরো এসোসিয়েশন
বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশন
বাংলাদেশ প্যারা আরচ্যারি এসোসিয়েশন
বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশন
বাংলাদেশ উশু ফেডারেশন
বাংলাদেশ ক্যারম ফেডারেশন
বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন
বাংলাদেশ টেনিস ফেডারেশন
বাংলাদেশ এ্যামেচার রেসলিং ফেডারেশন
বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশন
বাংলাদেশ কান্ট্রি গেমস এসোসিয়েশন
বাংলাদেশ থ্রোবল এসোসিয়েশন
বাংলাদেশ ভলিবল ফেডারেশন
বাংলাদেশ স্কোয়াশ র‌্যাকেট ফেডারেশন
বাংলাদেশ রোইং ফেডারেশন
বাংলাদেশ আন্তর্জাতিক তায়কোয়ানদো এসোসিয়েশন
বাংলাদেশ ঘুড়ি এসোসিয়েশন
বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন
বাংলাদেশ খিউকুশিন কারাতে এসোসিয়েশন
বাংলাদেশ খো খো ফেডারেশন
বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন




বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন