ঢাকা      শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ২৫ আশ্বিন ১৪৩১
শিরোনাম

কাঠের নৌকায় চেপে স্পেন যাওয়ার চেষ্টা, সমুদ্রে ডুবে ২৬ জনের মৃত্যু

IMG
11 September 2024, 1:03 PM

ইন্টারন্যাশনাল ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: সেনেগালের নৌবাহিনী উপকূলে ডুবে যাওয়া অভিবাসী বহনকারী একটি নৌকা থেকে ১৭ মরদেহ খুঁজে পেয়েছে দেশটির নৌবাহিনী। এর আগে আরো ৯ মরদেহ উদ্ধার করা হয়। এতে সবমিলিয়ে এখন পর্যন্ত ২৬ মরদেহের সন্ধান পাওয়া গেছে।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা।

পশ্চিম আফ্রিকার উপকূল ক্যানারি দ্বীপপুঞ্জ দিয়ে সাধারণত আফ্রিকান অভিবাসীরা স্পেনে পৌঁছানোর চেষ্টা করে। এই নৌপথকে অভিবাসী ও শরণার্থীদের বিশ্বের অন্যতম মারাত্মক ঝুঁকিপূর্ণ হিসেবে ভাবা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সরু কাঠের মাছ ধরার এই নৌকাটিতে ১০০ জনেরও বেশি লোক ছিল। যাত্রা শুরুর পর মাত্র ৪ কিলোমিটার যাওয়ার পরই নৌকাটি ডুবে যায়। তিনটি নৌকা এবং একটি স্প্যানিশ বিমান নিয়ে উদ্ধার প্রচেষ্টা চালাচ্ছে নৌবাহিনী।

সেনেগালের বিভিন্ন অঞ্চলে বছরের পর বছর ধরে চলে আসা ইসলামপন্থি সংঘাত, বেকারত্ব এবং কৃষক সম্প্রদায়ের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাবের তরুণদের মধ্যে অবৈধ পথে ইউরোপমুখী হওয়ার প্রবণতা বাড়ছে। জীবনের ঝুঁকি নিয়ে এসব পথে পা বাড়াতে বাধ্য হচ্ছেন তারা।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন