ঢাকা      শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১
শিরোনাম

মাদারীপুরে সাবেক ইউপি সদস্যকে হত্যার জড়িতদের বিচারের দাবি

IMG
11 September 2024, 3:52 PM

আরিফুর রহমান, বাংলাদেশ গ্লোবাল: মাদারীপুরে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে সদর উপজেলার দুধখালী এলাকা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয় এলাকাবাসী।

পরে সেখানে দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেন তারা। ব্যানার, পোস্টার ও ফেস্টুন হাতে এ সময় বক্তারা বলেন, জমি নিয়ে বিরোধেরে জেরে সদর উপজেলার দুধখালী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মহসিন আকনকে হত্যা করা হয়। এই হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান নিহতের স্বজন ও এলাকাবাসী।

জানা যায়, সদর উপজেলার দুধখালী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মহসিন আকনের মেয়ের জামাই সাঈদ বেপারী এওজ গ্রামে সম্প্রতি একটি জমি ক্রয় করে। ওই জনি নিয়ে মজিবর মুন্সীর সাথে বিরোধ চলে আসছে। এরই গত বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এওজ বাজারের কাছে একা পেয়ে মজিবর মুন্সীর লোকজন ধারালো অস্ত্র দিয়ে সাবেক ইউপি সদস্য মহসিন আকনকে কুপিয়ে জখম করে। মহসিনের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা মহসিনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

তিনদিন চিকিৎসাধীন থাকার পর রোববার (০৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানী ঢাকার মালিবাগ এলাকার পিপল্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই ইউপি সদস্য। এই ঘটনায় নিহতের মেয়ে মারিয়া আক্তার বাদী হয়ে সোমবার দুপুরে (০৯ সেপ্টেম্বর) সদর মডেল থানায় ১৭ জনের নামে একটি হত্যা মামলা করেন। তবে, এখনো কাউকেই গ্রেফতার করেনি পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, সাবেক ইউপি সদস্যকে হত্যার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আসামীদের ধরতে পুলিশ অভিযান চলমান রয়েছে।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন