ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে মাদারীপুরে ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. জাহাঙ্গীর জমাদ্দার গ্রেফতার হয়েছেন।
রাজধানীর মগবাজার থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে আজ বুধবার রাতে এক খুদে বার্তায় নিশ্চিত করেছে র্যাব।
গ্রেফতার জাহাঙ্গীর রাজধানীর ধানমন্ডি থানায় করা এক হত্যা মামলায় কারাবান্দি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাহজাহান খানের এপিএস।
বাংলাদেশ গ্লোবাল/এফআর
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com