ঢাকা      বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১
শিরোনাম

সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়ার ১০ দিনের রিমান্ড আবেদন

IMG
12 September 2024, 2:02 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াকে ঢাকার সিএমএম আদালতে নেয়া হয়েছে। তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে আদালতে তোলা হয়েছে ডিএমপির সাবেক এই কমিশনারকে।

এর আগে বুধবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে রাজধানীর মহাখালী থেকে আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব)।

র‍্যাব সূত্র জানিয়েছে, রাজধানীর খিলগাঁও থানায় দায়ের করা একটি মামলায় আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

২০১৫ সালে খিলগাঁও থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে ‘ক্রসফায়ারের নামে হত্যার’ অভিযোগে ডিএমপির তৎকালীন কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ বর্তমান ও সাবেক ১৩ পুলিশ কর্মকর্তাকে আসামি করে গত ৩ সেপ্টেম্বর খিলগাঁও থানায় মামলা করেন জনির বাবা ইয়াকুব আলী।


বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

এ বিভাগের আরো খবর

সর্বশেষ খবর

আরো পড়ুন