ঢাকা      বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১
শিরোনাম

ইউজিসি সদস্য হলেন তানজিমুদ্দন খান ও আনোয়ার হোসেন

IMG
12 September 2024, 2:35 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপককে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এমন তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

এতে বলা হয়, ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ তানজিমুদ্দন খান ও সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনকে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, আগামী চার বছর পর্যন্ত এ নিয়োগ কার্যকর থাকবে। তবে সরকার প্রয়োজনে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই দায়িত্ব থেকে অব্যাহতি দিতে পারবে। কমিশনের সদস্য হিসেবে তারা প্রচলিত বিধি অনুযায়ী সুবিধাদি পাবেন।

তাদের যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর করা হবে বলেও ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন