ঢাকা      মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১
শিরোনাম

প্রধান উপদেষ্টার পক্ষে ২ কোটি ৩৬ লাখ ৭৬ হাজার টাকার চেক গ্রহণ ত্রাণ উপদেষ্টার

IMG
12 September 2024, 8:39 PM

ঢাকা, বাংলাদেশ গ্লোবাল: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক আজ প্রধান উপদেষ্টার পক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও সংস্থার কাছ থেকে ২ কোটি ৩৬ লাখ ৭৬ হাজার ৫৪০ টাকার অনুদানের চেক গ্রহণ করেন।

এ সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে রয়েছেন- মসিউর রহমান ১ লাখ ২৩ হাজার টাকা, ঢাকা সরকারি মুসলিম হাই স্কুল এলামনাই এসোসিয়েশন ৫৩ হাজার ৫০০ টাকা, শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল পিএলসি ২০ লাখ টাকা, টংগীর নিউ ব্লোন ইন্টারন্যাশনাল স্কুল ৭০ হাজার টাকা, হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ শিক্ষক সমিতি ৯০ হাজার টাকা, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ১৩ লাখ ৪০ হাজার টাকা, এবি ব্যাংক পিএলসি ২ কোটি টাকা।

উপদেষ্টা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এসব ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান।



বাংলাদেশ গ্লোবাল/এফআর

সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com

সর্বশেষ খবর

আরো পড়ুন