নিউজ ডেস্ক, বাংলাদেশ গ্লোবাল: ৫ আগস্ট আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় জড়িত পুলিশ পরিদর্শক আরাফাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব-৩ এর একটি দল শুক্রবার ভোরে রাজধানীর আফতাবনগর থেকে তাকে গ্রেপ্তার করে। র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “৫ আগস্ট আশুলিয়া থানার সামনে লাশ পোড়ানোর ঘটনার একটি ভিডিও দেশ-বিদেশে আলোচিত হয়। পরে তদন্তে জানা যায় ওই ঘটনা আশুলিয়া থানার সামনে ঘটে। এর সঙ্গে পরিদর্শক আরাফাত হোসেন জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়।” পুলিশ একটি ভ্যানে লাশের স্তূপ করছে- এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে থাকা দেয়াল, পোস্টার ও ঘটনাস্থল দেখে নিশ্চিত হওয়া গেছে এটি আশুলিয়া থানার সামনের ভিডিও। ভিডিওতে লাশের স্তূপ করতে দেখা গেছে এক পুলিশ সদস্যকে। পরে জানা যায়, তিনি ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (তদন্ত) আরাফাত হোসেন।
আরাফাতের তার গ্রামের বাড়ি বরিশালে। প্রায় দুই বছর আগে ঢাকা জেলার গোয়েন্দা বিভাগে যোগ দেন তিনি। সেই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আত্মগোপনে চলে যান তিনি। তার মোবাইল ফোনও বন্ধ ছিল।
সবশেষ খবর এবং আপডেট জানার জন্য চোখ রাখুন বাংলাদেশ গ্লোবাল ডট কম-এ। ব্রেকিং নিউজ এবং দিনের আলোচিত সংবাদ জানতে লগ ইন করুন: www.bangladeshglobal.com